Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কণ্ঠশিল্পী আসিফের জামিন আবেদন প্রত্যাহার


১০ জুন ২০১৮ ১১:৫০

আসিফ আকবর

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিনের শুনানি হয়নি। রোববার (১০ জুন) সকাল ১১টায় ঢাকা মহানগর হাকিম মো. আমিরুল হায়দার চৌধুরীর আদালতে তার জামিনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে আসিফের আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আসিফ আকবরের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মিয়া আবেদন ফিরিয়ে নেন। কিন্তু কি কারণে এই আবেদন ফিরিয়ে নেয়া হল, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এ বিষয়ে জানতে আসিফের আইনজীবী ফারুক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য গত ৫ জুন তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি দায়ের করেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। এর পরদিন পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং আসিফ আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/এআই/এমআইএস/পিএম

আরও পড়ুন..

কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার

কারাগারে আসিফ

আদালতে আসিফ, ৫ দিনের রিমান্ড আবেদন

গায়ক আসিফের মুক্তির দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর