Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছর পর অ্যালেন শুভ্র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৭:২৬

অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন অ্যালেন শুভ্র। মাঝে অজানা কারণে অভিনয় থেকে দুই বছর দূরে ছিলেন। বিরতির পর আবার অভিনয়ে ফিরলেন ভার্সেটাইল অভিনেতা অ্যালেন।

স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ব্যানারে ‘দেনা পাওনা’ নামের একটি মিনি সিরিজে দেখা যাবে অ্যালেন শুভ্রকে। ইতোমধ্যে শুটিং শেষ করেছেন অ্যালেন শুভ্র। তিনি জানান, এখন থেকে নিয়মিত তাকে অভিনয়ে পাওয়া যাবে।

নাটকটির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এতে ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। গল্পে দেখা যাবে, ছেলেটি পড়াশোনা শেষ করেছে। তার বাবা স্কুল শিক্ষক। বড় ভাই শহরে স্ত্রী-সন্তান নিয়ে থাকে। একপর্যায়ে জীবনের কঠিন একটি সত্য জানতে পারে ছোট ছেলে।

‘দেনা পাওনা’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তিনি বলেন, ‘মিনি সিরিজটিতে ৭ থেকে ৮টি পর্ব থাকবে। প্রতিটি পর্বের সঙ্গে দর্শকরা নিজেদের কোনও না কোনোভাবে খুঁজে পাবেন এবং যে যার মতো উপলব্ধি করবেন।’

কেএম সোহাগ রানার পরিচালনায় এর আগে পাঁচ পর্বের মিনি সিরিজ ‘ওয়াইজ গাই’তে অভিনয় করেন অ্যালেন শুভ্র। অনেকদিন পর আবার একজোট হলেন তারা।

অ্যালেন শুভ্রর পাশাপাশি ‘দেনা পাওনা’য় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক, তাবাসসুম ছোঁয়াসহ অনেকে।

শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা নাটক চ্যানেলে অবমুক্ত হবে ‘দেনা পাওনা’। এর আবহ সংগীত করেছেন আরফিন রুমি ও নাভেদ পারভেজ।

সারাবাংলা/এজেডএস

অ্যালেন শুভ্র দুই বছর পর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর