Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সালামির ব্যাপারটা এখনও উপভোগ করি’


১১ জুন ২০১৮ ১৪:২০

রুপালি পর্দায় শবনব বুবলির আগমন বেশি দিনের নয়। অল্প সময়েই তিনি একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয় করছেন। নিজেকে প্রমাণ করে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। ঢালিউড পাড়ায় তাকে নিয়ে এখন নিয়মিত আলোচনা হয়। মিষ্টি হাসির এই নায়িকা বিশ্বাস করেন কেবলমাত্র ভক্তদের ভালোবাসার কারণে আজ এখানে আসতে পেরেছেন। তিনি আরও বিশ্বাস করেন ভক্তরা তার ছবি দেখার পাশাপাশি অন্যদের ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখলে পুনরুজ্জীবিত হবে দেশের চলচ্চিত্র শিল্প।

বিজ্ঞাপন

কয়েক বছর ধরে ঈদ উৎসবে বুবলি অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এই ঈদেও মুক্তি পাচ্ছে তার অভিনীত দু’টি ছবি। একটি আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ অন্যটি উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’। নতুন দুই ছবি, ছোট পর্দায় তার উপস্থিতি এবং ঈদ উদযাপন নিয়ে তিনি গল্প করেছেন সারাবাংলার এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট রেজওয়ান সিদ্দিকী অর্ণএর সঙ্গে।

 

সবকিছু ঠিক থাকলে ঈদ উৎসবে আপনার দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে একটি সুপার হিরোঅন্যটিচিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া এরইমধ্যে ছবি দুটির ট্রেলার এবং গান মুক্তি পেয়েছে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?

ট্রেলার দেখে অনেকে প্রশংসা করছেন। আর গানগুলোর লিরিকও আলাদা। ইউটিউবে মানুষ খুব দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। অনেক শেয়ার হচ্ছে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের সিনেমার জন্য এগুলো ইতিবাচক।

ছবি দুটি সম্পর্কে জানতে চাই

‘সুপার হিরো’ ছবি শুটিং গল্পের প্রয়োজনে অস্ট্রেলিয়ায় হয়েছে। এটি মূলত অ্যাকশান থ্রিলার ছবি। রোমাঞ্চ তো আছেই। তার বাইরে দেশপ্রেমের কিছু বার্তাও আছে। এই ছবিতে আমি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেছি। যদিও এটা একদম কমন একটা কথা। সবাই বলে থাকে। তারপরও বলবো এটি সত্যি অন্যরকম এক গল্পের ছবি।

অন্যদিকে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ঠিক তার বিপরীত ধাঁচের। এটি কমেডি ধাঁচের ছবি।  দু’টি অঞ্চল নিয়ে নির্মিত ছবিটি প্রচুর হাস্যরসে ভরপুর। দর্শক দেখে মজা পাবে। দর্শক হাসানো খুব কঠিন কাজ। যান্ত্রিক জীবনে মানুষ এমন কিছু দেখতে চায় যা দেখে নিজেরা বিনোদিত হবে। যারা কমেডি ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে ছবিটি খুবই ভালো লাগবে।

বিজ্ঞাপন

উত্তম আকাশ এবং আশিকুর রহমানদুজন দুই প্রজন্মের পরিচালক তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

দু’জনেই খুব ভালো পরিচালক। উত্তম আকাশ তো সিনিয়র পরিচালক। অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। তিনি কাজটা ভালো বোঝেন। তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তার সাথে কাজ করতে পারাটা অনেক বেশি আনন্দের।

আশিকুর রহমানের সাথে এই প্রথম আমার কাজ হলো। কাজের ব্যাপারে তিনি খুব সিরিয়াস। অনেক যত্ন করে কাজ করেন। নতুন নির্মাতাদের মধ্যে তিনি অত্যন্ত মেধাবী। আর মানুষ হিসেবেও তিনি অনেক ভালো।

ছোটপর্দার বেশকিছু অনুষ্ঠানে আপনাকে দেখা যাবে সেগুলো সম্পর্কে বলুন

টেলিভিশনের জন্য খুব কম অনুষ্ঠান করি আমি। সারাবছর তো করা হয় না বললেই চলে। ঈদেই যা টুকটাক অনুষ্ঠান করা হয়। এই ঈদে আমার দু’টি ছবি মুক্তি পাচ্ছে তাই বেছে বেছে সুন্দর কয়েকটি অনুষ্ঠান করছি। এখনও শুট চলছে। দর্শক কিছু মজার অনুষ্ঠান দেখতে পাবে।

বাংলাভিশনের জন্য একটি অনুষ্ঠান করেছি। আমার সাথে অনুষ্ঠানটিতে শাকিব খান আছেন। আমরা দু’জনেই উপস্থাপক, দু’জনেই অতিথি। মজার একটি অনুষ্ঠান। আমরা যখন কক্সবাজারে শুটিং করছিলাম তখন বাংলাভিশনের লোকজন খুব কষ্ট করে ওখানে গিয়েছিলো। তারপর সময় বের করে অনুষ্ঠানটি করি।

একুশে টেলিভিশনের জন্য ‘আমার ছবি, আমার গান’ নামে একটি একক অনুষ্ঠান করেছি। খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি যখন ২০১৬ সালে শুরু হয় তখন আমি আর শাকিব খান করেছিলাম। এবার আমি এককভাবে করলাম। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি করে ভালো লেগেছে। কারন এখানে নিজের ছবি নিজের গান নিয়ে কথা বলা যায়। ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করা যায়। ছবির গানগুলো দেখানো হয়। একই চ্যানেলের জন্য আরও একটি অনুষ্ঠান করছি।

এছাড়া ডিবিসি চ্যানেলের জন্য আলাদা কনসেপ্টের একটি অনুষ্ঠান করেছি। যারা আগে কোন না কোনভাবে নিউজের সাথে জড়িত ছিল, যারা পরবর্তীতে পেশা পরিবর্তন করে অন্য পেশায় আছেন তাদের নিয়ে এই অনুষ্ঠানটি। আমার সাথে অনুষ্ঠানটিতে ফেরদৌস ভাইয়াও আছেন।

ঈদের দিন কিভাবে কাটে?

সাধারণত ঈদের দিন বাসাতেই থাকা হয়। চেষ্টা করি দুই একটা রেসিপি নিজের হাতে রান্না করতে। আত্মীয়-স্বজন আসে। একসাথে খাওয়া দাওয়া করি। আগে সালামি নিতাম। এখন সালামি দিতে হয়। সালামির ব্যাপারটা আমি এখনও উপভোগ করি।

গত কয়েক বছর ধরে তো ঈদে আপনার ছবি মুক্তি পাচ্ছে নিজের অভিনীত ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়?

অবশ্যই দেখা হয়। নিজের ছবির প্রতি তো একটু বাড়তি আকর্ষণ থাকেই। কারন আমি নিজে ছবিতে কাজ করেছি। নিজের কাজ নিজে দেখার মাঝে আলাদা একটা ব্যাপার থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না।

কোন বাড়তি চিন্তা হয় কি?

আমার ছবি ঈদে মুক্তি পাচ্ছে এটা ভাবতেই অনেক ভালোলাগা কাজ করে। আবার চিন্তাও থাকে, দর্শকদের কাছে কেমন লাগলো, তারা উপভোগ করলো কিনা। সবকিছু মিলিয়ে এক ধরনের উত্তেজনা কাজ করে। দর্শকদের জন্যই তো ছবি করি। তাদের ভালো লাগাটা জরুরি। আমি চেষ্টা করি দর্শকদের ভালো লাগবে এমন সব কাজ করতে।

নিজের অভিনীত ছবি ছাড়া অন্য কারো ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন?

নিজের ছবির বাইরেও আমি অন্যদের ছবি দেখার চেষ্টা করি। আমার ভক্তদেরকে বলব আমার ছবি ছাড়াও অন্য যেসব ছবি মুক্তি পাবে সেগুলো দেখতে। চলচ্চিত্র শিল্প টিকিয়ে রাখতে প্রতিটি ছবি ব্যবসা সফল হওয়া প্রয়োজন। দর্শকরা চাইলেই পারে প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে।

বিশেষ কি বৈশিষ্ট্যের কারনে দর্শক প্রেক্ষাগৃহে আপনার ছবি দেখবে?

দেখুন, ঈদে ছবি মুক্তি দেয়ার প্রথম উদ্দেশ্যই থাকে দর্শকদের বাড়তি আনন্দ দেয়া। দর্শক যেনো বিনোদিত হতে পারে। আমার মুক্তি প্রতীক্ষিত দু’টি ছবির মধ্যে দুই ধরনের স্বাদ পাবে দর্শক। দু’টি ছবি দুই ধরনের। বিনোদিত হওয়ার প্রচুর উপাদান আছে। বিশেষ করে ছবির মেকিং চমৎকার। ছবি দেখলে দর্শক বুঝতে পারবে। তাছাড়া আমাকে দু’টি ছবিতে দুই রকম চরিত্রে দেখা যাবে।

শেষ প্রশ্ন, ফুটবল বিশ্বকাপ তো চলে এলো কোন দলের সমর্থক আপনি?

ছোটবেলা থেকে আমি ব্রাজিলের ভক্ত। কিন্তু গত কয়েক বছর হলো আমি কোন দলকে সমর্থন করি না। বিশ্বকাপে আমার দেশ অংশগ্রহণ করছে না। আমি জানি আমাদের দেশের মানুষ ফুটবল খেলা পছন্দ করে। কিন্তু তারা বিশ্বকাপ এলে ব্রাজিল, আর্জেন্টিনা- দুই দলে ভাগ হয়ে যায়। অনেক তর্ক-বিতর্ক হয়। উত্তেজনা কাজ করে। আমার কাছে মনে হয়, দলের সমর্থন করলেও সেটা যেনো অতিরিক্ত উন্মাদনা সৃষ্টি না করে।  যেসব দেশের জন্য আমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করছি তারা হয়তো আমাদের দেশের নামও শোনেনি কোনদিন।

আমার কোন দল সমর্থন না করার পেছনে আরও একটি কারন আছে। যারা আমার ভক্ত তারা কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, আবার কেউ জার্মানি বা অন্যকোন দলের সমর্থক। আমি চাইনা আমার দর্শকরা ভাগ হয়ে যাক।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

বুবলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর