Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নতুন তথ্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২২:৩০

বলিউড দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার সংসারের ভাঙনের গুঞ্জন অনেক দিন ধরে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো দুদিন পরপরই নতুন খবর দিচ্ছে। তারা পরিচালক ও অভিনেতা নিখিল দ্বিবেদীর বরাদ দিয়ে তাদের সংসারের ইস্যুতে নতুন তথ্য জানিয়েছে।

গণমাধ্যমগুলোর ভাষ্যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, দুজনের ডিভোর্সের খবর একেবারে মিথ্যা। তারা দুজন কখনোই আলাদা হতে পারেন না।

দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ পরিচালক নিখিল। অমিতাভ, জয়া, শ্বেতা সবাই খুবই স্নেহ করেন এ নির্মাতাকে। নিয়মিত বচ্চন বাংলোতেও যাওয়া আসা রয়েছে নিখিলের। সেই সূত্রেই পরিচালক বলেছেন, ‘আজ পর্যন্ত ঐশ্বরিয়া ও অভিষেককে আলাদা থাকতে দেখিনি। দুজনেই খুব সুন্দরভাবে সংসার করছে। দুজনেই খুবই দায়িত্বশীল। তাই যা রটেছে তা মোটেই সত্যি নয়’।

বিজ্ঞাপন

এদিকে বলিউড পাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহ বিচ্ছেদ নাকি সময়ের ব্যাপার মাত্র! এরই মধ্য়ে নাকি আইনজীবীর সঙ্গে দুজনেই সাক্ষাৎ করেছেন। তবে গুঞ্জনে বিভিন্ন ধরনের কথা ছড়ালেও, বিচ্ছেদের ব্য়াপারে এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া। শুধু তাই নয় এসব নিয়ে কেউ প্রশ্ন তারা সুকৌশলে এড়িয়ে যান। অন্যদিকে সংসার ভাঙার গুঞ্জনের মাঝে জুটি হিসেবে নাকি নতুন একটি সিনেমায় ঐশ্বরিয়া ও অভিষেক চুক্তিবদ্ধ হয়েছেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো