১৭ হলে প্রাপ্তবয়স্কদের ‘ভয়াল’
২৯ নভেম্বর ২০২৪ ১৬:১৯
পূর্বের সেন্সর বোর্ড বাতিল হয়ে গঠিত হয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। সেখান থেকে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের ছবি হিসেবে সার্টিফিকেট পেয়েছে ‘ভয়াল’। ছবিটি শুক্রবার (২৯ নভেম্বর) দেশের ১৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও আছেন আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ প্রমুখ। মুক্তির আগে ব্যতিক্রমী প্রচারণায় অনেকটা দর্শকদের নজর কেড়েছে ‘ভয়াল’।
প্রায় ১০ বছর ভয়াল দিয়ে সিনেমা হলে আসছেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, এ সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।
পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ভয়াল দেখার আহ্বান জানিয়ে বলেন, ভয়াল গল্প নির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।
সারাবাংলা/এজেডএস