Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাটার্ক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৫

নন্দিত কণ্ঠশিল্পী তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন। বিষয়টি নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী দিনাত জাহান মুন্নী।

কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তপন চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছে।

তপন চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে দিনাত জাহান মুন্নী বলেন, “কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়।”

মুন্নী আরো জানান, তপন চৌধুরীকে এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। বর্তামানে তিনি বাসায় রয়েছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

তপন চৌধুরী দীর্ঘদিন সপরিবারে কানাডায় বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন এ শিল্পী। তপন চৌধুরীর অসাধারণ সব গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন। তার গাওয়া ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আমি কি বেঁচে আছি’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’সহ অনেক গান। অ্যালবাম ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি সমান জনপ্রিয়তা লাভ করেন।

সারাবাংলা/এজেডএস

তপন চৌধুরী হার্ট অ্যাটার্ক