Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘দরদ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪

গেল ১৫ নভেম্বর শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তি পায়। ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে ৬ ডিসেম্বর মালয়েশিয়ার ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ছবিটি।

এর আগে শাকিবের পরপর দুটি ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে।

বিজ্ঞাপন

প্রিয়তমা ও তুফানের সাফল্যের পর এবার দরদ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশী প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হেপী ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুর।

শুক্রবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই জানানো হয়, ৬ ডিসেম্বর মাসে মালয়েশিয়াতে মুক্তি পাবে দরদ। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবি মুক্তি পাবে।

যেসব হলে ‘দরদ’ ছবিটি যাবে তা হলো কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান ,সেলায়াং,শাহ আলম আইসিটি ,কেলাং বুকিটরাজা ,সুবাং সামমিট , কোতা টিংগি ,বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় প্রবাসীরা শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে। এজন্যই মালয়েশিয়া-তে দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

দরদ শাকিব খান

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে 'দরদ'
১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪

আরো

সম্পর্কিত খবর