Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে একই অনুষ্ঠানে ঐশ্বরিয়া-অভিষেক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮

বলিপাড়ায় জল্পনা, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন বিচ্ছেদের পথে হাঁটছেন। চলতি বছরে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এই জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে পৃথক ভাবে প্রবেশ করেছিলেন দম্পতি। এমনকি, কিছু দিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে।

কন্যার জন্মদিনের উদ্‌যাপনের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করেছিলেন ঐশ্বরিয়া। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটাগরিকেরা ধরেই নিয়েছিলেন, সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির। অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন, “মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না?” কিন্তু ঘটনা হল, সে দিন নাকি মেয়ের জন্মদিনের উদযাপনে সশরীরে উপস্থিত ছিলেন অভিনেতা। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার শেয়ার ভিডিওতে ধরা পড়লেন অভিষেক। এই ভিডিও সমস্ত জল্পনায় জল ঢেলেছে। নেটাগরিকের প্রশ্ন, “ভালই তো আছেন বচ্চন দম্পতি। তা হলে কেন বিচ্ছেদের জল্পনা?”

বিজ্ঞাপন

গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে এই সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিওতে অভিনেতা বলেছেন, “ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গিয়েছ। এই দিনটা আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।”

এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যার জন্মদিন অর্থাৎ ১৬ নভেম্বরে একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। তা হলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে? প্রশ্ন উঠছে নেটপাড়ায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অভিষেক বচ্চন ঐশ্বরিয়া বচ্চন

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে 'দরদ'
১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪

আরো

সম্পর্কিত খবর