Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থবারের আয়োজন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭

আগামী ১৭ ডিসেম্বর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘‌দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত আলোচিত একক ও ধারাবাহিক নাটক, ডাবড সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে মোট ১১টি ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার।

দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ এর ক্যাটাগরিগুলো একক নাটকে – আলোচিত একক নাটক, আলোচিত অভিনয়শিল্পী(পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী); ধারাবাহিক নাটকে – আলোচিত ধারাবাহিক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী) ও আলোচিত অভিনয়শিল্পী (পার্শ্ব); ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে – আলোচিত ওয়েব ফিল্ম, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী); ডাবড সিরিজে – আলোচিত ডাবড সিরিজ।

বিজ্ঞাপন

দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪-এ আপনার ভোটে জিতবে আপনার প্রিয় তারকা। সঙ্গে থাকছে আপনারও পুরস্কার জেতার সুযোগ। ভাগ্যবান ১০ জন ভোটদাতা হবেন বিজয়ী, পাবেন দীপ্ত প্লে’র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আপনার মূল্যবান ভোটটি দিতে পারবেন ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।

সারাবাংলা/এজেডএস

দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪