বলিউড সিনেমা জগতকে বিদায় জানালেন ‘১২ ফেল’র মনোজ! কেন?
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬
বয়স মাত্র ৩৭। ইতিমধ্যেই তার অভিনয়ের দক্ষতার জন্য তিনি অর্জন করেছেন জাতীয় পুরস্কার। বলা যায় ফিল্মি কেরিয়ারে মধ্যগগনে তিনি। তার অভিনীত ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় দর্শকদের কাঁদিয়ে তুলেছিলেন তিনি। বলছি- বিক্রান্ত মাসের কথা। বলিউডে এমন অনেকেই এসেছেন, যারা রাতারাতি খ্যাতি পেয়েছেন। কিন্তু বিক্রান্ত মাসের গল্পটা একটু আলাদা। ধাপে ধাপে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
‘টুয়েলভথ ফেল’ থেকে শুরু করে ‘সেক্টর ৩৬’, তার অধিকাংশ প্রজেক্টই সুপারহিট। কিন্তু কেরিয়ারের এই গোল্ডেন পিরিয়ডে এসে হঠাৎ করেই অভিনয় জগত থেকে অবসর ঘোষণা করে বসলেন এই অভিনেতা। তার এই ঘোষণায় মন ভেঙেছে বহু ভক্তের। তার এই সিদ্ধান্তে গ্ল্যামার দুনিয়ায় রীতিমতো হইচই। কেরিয়ারের দুর্দান্ত অধ্যায়ে এসে কেন এমন সিদ্ধান্ত এই অভিনেতার?
বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির বাসিন্দা হলেও বিক্রান্তের কেরিয়ার শুরু টেলিভিশনে। এই মাধ্যমে বেশ সফল ছিলেন তিনি। কিন্তু ভালো কাজের স্বপ্নে টেলিভিশনে বিপুল অর্থের হাতছানি ছেড়ে বলিউড জার্নির জন্য স্ট্রাগল শুরু করেন তিনি। ‘লুটেরা’ সিনেমায় দেব শর্মার চরিত্র দিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু। এরপর একের পর এক সিনেমায় দেখা গিয়েছে তাকে। এর মধ্যে রয়েছে ‘দিল ধড়কনে দো’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ বেশ আলোচিত। এরপর ২০২৩ সালে বিক্রান্ত অভিনীত টুয়েলভথ ফেল সিনেমাটি আলোড়ন ফেলেছিল। বলা যেতে পারে, এটিই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল।
ওয়েব সিরিজেও সমান সফল তিনি। ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘সেক্টর ৩৬’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’-তেও তার অভিনয় নজর কেড়েছিল। সম্প্রতি তার অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি মুক্তি পেয়েছে, যা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী।
মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বিক্রান্ত মাসেকে বলিউডে জায়গা করে নিতে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তার সুফলটাও তিনি পেয়েছেন। এমন অবস্থায় কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি?
গেলো রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আবেগঘন এক পোস্টে বিক্রান্ত লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব।’
এদিকে এই পোস্টের ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রান্ত তার আগের অবস্থান থেকে সরে এসেছেন বলে মনে হচ্ছে। মঙ্গলবার ভারতীয় এক গণমাধ্যমে জানালেন, তিনি যা বলতে চেয়েছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি চিরকালের মতো সরে যাচ্ছেন না। দীর্ঘদিনের বিশ্রামে যাওয়ার কথা বলতে চেয়েছিলেন।
সারাবাংলা/এএসজি
ক্রিমিনাল জাস্টিস টুয়েলভথ ফেল ফির আয়ি হাসিন দিলরুবা বলিউড ইন্ডাস্ট্রি বিক্রান্ত মাসে সেক্টর ৩৬