Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিং সেটে হত্যার হুমকি সালমান খানকে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২

কদিন আগে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিল মাফিয়ারা। তখন ফোনে কল করে দেওয়া হয়েছি। এবার অবশ্য ফোনের মাধ্যমে নয়, একদম সরাসরি শুটিং সেটে ঢুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এরপর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বাইয়ের বান্দ্রায়। সেই খুনের ঘটনায় বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স গুজরাটের জেলে বন্দি। তার ভাই আনমোল বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ।

এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। আনমোলকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সালমানকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয় তার কাছ থেকে।

সারাবাংলা/এজেডএস

সালমান খান হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর