Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্স অফিসে তছনছ ‘পুষ্পা ২’র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তির পর রীতিমত বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে ‘পুষ্পা ২’! ২০০ কোটি রুপি নয়, বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৬০ কোটি রুপি! যা তেলুগু তো বটেই, প্যান ইন্ডিয়ান ছবি হিসেবেও রেকর্ড!

বলিউড মুভিরিভিউজ.কম প্যান ইন্ডিয়ান ছবির মুক্তির প্রথম দিনের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে মুক্তির দিনে সবচেয়ে বেশী আয় করা ছবির তালিকায় শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২’-এর নাম। ছবিটি নিট কালেকশন দেখানো হয়েছে ১৫০ কোটি রুপি! যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাহুবলী-২, আরআরআর, কেজিএফ এবং কালকি ২৮৯৮। এই ছবিগুলোর নিট কালেকশন দেখানো হয়েছে যথাক্রমে ১১২ কোটি রুপি, ১১০ কোটি রুপি, ১০৮ কোটি রুপি এবং ৯৫ কোটি রুপি!

বিজ্ঞাপন

শুধু প্যান ইন্ডিয়ান ছবির আয়ের দিক থেকে নয়, বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশী আয় করা ছবির তালিকাও এদিন প্রকাশ করে পোর্টালটি। সেখানেও তালিকার শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২’ এর নাম। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় দেখানো হয়েছে ২৬০ কোটি রুপি (গ্রস কালেকশন)।

এই তালিকায় ২২২ কোটি রুপি নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে আরআরআর-এর নাম, ২১৪ কোটি রুপি নিয়ে তৃতীয় অবস্থানে বাহুবলী-২, ১৭০ কোটি রুপি আয় নিয়ে চতুর্থ অবস্থা কালকি এবং পঞ্চম অবস্থা রয়েছে কেজিএফ-২ এর নাম। এই ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ১৬৪.৫ কোটি রুপি!

সুতরাং বোঝা যাচ্ছে, প্যান ইন্ডিয়ান এবং হিন্দি ছবি থেকে বহুগুনে এগিয়ে রয়েছে ‘পুষ্পা ২’! সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত এই ছবিটি বৃহস্পতিবার বিশ্বব্যাপী দশ হাজারের বেশী পর্দায় মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

প্রায় তিন বছর আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। আগের ছবির সিক্যুয়ালে নির্মিত ‘পুষ্পা দ্য রুল’ এর সাকল্যে বাজেট ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি!

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ বলে মন্তব্য করেছেন অনেকে

সারাবাংলা/এজেডএস

আল্লু অর্জুন পুষ্পা-২ রাশমিকা মান্দানা

বিজ্ঞাপন

বক্স অফিসে তছনছ ‘পুষ্পা ২’র
৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

সংস্কার, নির্বাচন ও জনগণ
৬ ডিসেম্বর ২০২৪ ২০:০০

আরো

সম্পর্কিত খবর