Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাবলিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫১

২০০৭-০৮ সালে প্রচারিত ফারুকীর ‘৪২০’ ছিল টিভি সিরিজ। তবে ‘৮৪০’ হতে যাচ্ছে সিনেমা। দেখা যাবে প্রেক্ষাগৃহে। গত সন্ধ্যায় ট্রেলার প্রকাশের পর রীতিমতো হইচই পড়ে গেছে এই শো নিয়ে।

ছবির ট্রেলারে কিছু সংলাপ─‘আচ্ছা মিলন? আমি এত উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না, কেন মিলন?’ ফোনে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন হতাশ নেতা। উত্তরে ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায়, ‘স্যার পাবলিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ স্যার।’

বিজ্ঞাপন

তিন মিনিটের ট্রেলারে প্রতিটি দৃশ্য ও সংলাপে এরকম নানান বিদ্রুপের আঁচ পাওয়া গেছে। একটি শহরের মেয়রের গল্প দিয়ে তিনি যেন সারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নগ্ন করেছেন শৈল্পিক হাতে। ক্ষমতায় থাকাকালে ওই মেয়রের কর্মকাণ্ড দেখানো হয়েছে সিনেমায়। নির্বাচনে অংশ নেওয়া, ভোট চাওয়া, উন্নয়নের নমুনা দেখানো হয়েছে ট্রেলারে। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে সহানুভূতি পেতে একজন নেতা রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে পারে, সেসবও দেখানো হয়েছে ট্রেলারে। মূলত বিগত রাজনীতির যে রূপ, এই ছবিতে তারই বার্তা দিয়েছেন নির্মাতা।

ছবিটির নির্মাতা ফারুকী জানিয়েছেন, গত শীতে ছবির শুটিং করা হয়েছে রাজশাহীতে। তখনও তারা জানতেন না যে, এই সিনেমা মুক্তি দেওয়া যাবে কি না। তবে এক মাঘে তো শীত যায় না। তাই পরের মাঘ আসার আগেই মুক্তির জন্য প্রস্তুত ‘৮৪০’। আবেগাত্মক নির্মাতা সবাইকে তার সৃষ্টির ঝলক দেখার আমন্ত্রণ জানিয়েছেন ফেসবুকে।

কাকতালীয়ভাবে ‘৮৪০’-এর গল্পের সঙ্গে মিলে যায় দেশের সদ্য ক্ষমতাচ্যুত শাসকদের প্রেক্ষাপট। বিশেষ করে শেষ ফোনকলটির সঙ্গে অনেকে বাস্তবতার মিল পেয়েছেন। নেটিজেনরা বিষয়টি মজাও করছেন। কেউ কেউ বলছেন, ‘শেষের পার্টের ফোনকলটির সঙ্গে সেই ফাঁস হওয়া কলটি মিলে গেছে, আপা আপার জায়গায় শুধু স্যার স্যার।’

বিজ্ঞাপন

রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও এতে দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। ছবিয়ালের বানানো এই শো প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহপ্রযোজক ফরিদুর রেজা সাগর। শিগগিরই প্রেক্ষাগৃহ, তারপর ওটিটিতে দেখা যাবে ফারুকীর ‘৮৪০’।

সারাবাংলা/এজেডএস

৮৪০ মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর