Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮

দেশের প্রেক্ষাগৃহগুলোতে আজ মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো ‘৮৪০’, ‘ডেঞ্জার জোন’, ‘হুরমতি’। ছবিগুলো মোট ৫০টির মত হলে চলছে।

৮৪০

পলিটিক্যাল ক্রাইম ঘরানার সিনেমা ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেইলার রিলিজের পরপরই আলোচনার ঝড় শুরু হয়েছে সিনেমাটি নিয়ে দর্শকমহলে। আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’।

এর আগে দেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে হৈচৈ ফেলে দিয়েছিলেন ফারুকী। ছবিটিতে অভিনয় করেছেন-নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।

ডেঞ্জার জোন

‘ডেঞ্জার জোন’ সিনেমাটি সায়েন্স ফিকশন-হরর ঘরানার। ৮ বছর আগে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। একটি ফার্স্টলুক প্রকাশের পর সিনেমাটি আলোচনায় আসে। কিন্তু নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। দীর্ঘদিন পর আলোর মুখ দেখতে যাচ্ছে বেলাল সানি পরিচালিত ও বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমাটি। মুক্তি প্রসঙ্গে বেলাল সানি বলেন, ‘মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট আগেই পেয়েছি। এবার প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি দেখতে পারবেন। আশা করছি দর্শক আশাহত হবে না।’

বাপ্পী চৌধুরী বলেন, ‘বছরের শেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশা করি সিনেমাটি ভালো লাগবে সবার। এই সিনেমার মাধ্যমে আমি প্রথমবারের মতো জলির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছি।’ এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

হুরমতি

শবনম পারভীন প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘হুরমতি’। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘হুরমতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারেন। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবেন, ততক্ষণ আনন্দ পাবেন।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন শবনম পারভীন। সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রযোজনা করেন শবনম। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বানিয়েছেন একাধিক সিনেমা। এই সিনেমাটিও বানিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করে। ২০১৯ সালে হুরমতি বানিয়েছিলেন তিনি। তবে করোনাসহ নানা কারণে মুক্তি দিতে পারেননি। অবশেষে মুক্তি পেল ছবিটি। ‘হুরমতি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

৮৪০ ডেঞ্জার জোন হুরমতি

বিজ্ঞাপন

প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন ছবি
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮

যে কারণে গ্রেফতার আল্লু অর্জুন
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর