Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের মাসে গানমেলার ‘মাগো ভাবনা কেন’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ২০:০৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২০:১৪

গানটিতে কণ্ঠ দিয়েছেন উত্তর আমেরিকার প্রবাসী শিল্পীরা

গানমেলার তৃতীয় প্রযোজনা হেমন্ত মুখার্জীর ‘মাগো ভাবনা কেন’ প্রকাশিত হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উত্তর আমেরিকার প্রবাসী শিল্পীরা। তারা হলেন আফজাল হোসেইন, কৃষ্ণাতিথী, নাজু আখন্দ, প্রমি তাজ, রায়ান তাজ, সজল রায়, শাহ মাহবুব ও শেখ নীলিমা শশী। সঙ্গীত আয়োজনে অভিজিৎ জিতু এবং পরিচালনায় গানমেলার কর্ণধার শান্তনীল ধর।

এই গান প্রসঙ্গে গানমেলার পক্ষ থেকে বলা হয়, ‘গানটি স্বাধীনতাকামী প্রতিটি শ্রোতাকে আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস’। উল্লেখ্য, আমেরিকান মালিকানাধীন সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গানমেলার অন্যতম প্রধান লক্ষ বাংলাদেশ এবং পশ্চিমা বিশ্বের সাথে একটি সঙ্গীতের মেলবন্ধন সৃষ্টি।

বিজ্ঞাপন

হেমন্ত মুখার্জীর কালজয়ী গান ‘মাগো ভাবনা কেন’-এর মিউজিক ভিডিও ধারন করা হয়েছে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইম স্কয়ারে। গানটির চিত্রগ্রহন করেছেন আবীর বড়ুয়া ও সম্পাদনা করেছেন রাজেশ মজুমদার।

গানটি শোনা যাবে গানমেলার ইউটিউব চ্যানেল youtube.com/@gaanmela001. -এ।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর