বিয়ে করেছেন শশী
১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯
জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী বিয়ের পিঁড়িতে বসেছেন সোমবার (১৬ ডিসেম্বর)। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শশী নিজেই।
শশীর বরের নাম খালিদ হোসাইন। তার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বিয়ে করেছেন বলে জানান শশী।
দেড় বছর আগে কোরীয় ড্রামা ডাবিংয়ের সূত্র ধরেই খালিদের সঙ্গে শশীর প্রথম পরিচয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।
বরের সঙ্গে ছবি শেয়ার করে শশী ফেসবুকে সবার কাছে দোয়া চেয়ে লিখেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
জহির রায়হান রচিত কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে একইনামে সিনেমা নির্মাণ করেন অভিনেত্রী-পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। এতে টুনী চরিত্রে অভিনয় করে পরিচিতি পান শশী। পরে বহু নাটকে দেখা গেছে তাকে। বর্তমান সময়েও নাটকে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।
সারাবাংলা/এজেডএস