মোশন পোস্টারে শাকিব বললেন, ‘খামোশ!’
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪
আগের দিনই ঘোষণা দেওয়া হয়েছিল ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক প্রকাশ করা হবে। এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মোশন পোস্টারের মাধ্যমে এ লুক প্রকাশ্যে আনা হয়।
দাউ দাউ পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার! আর রক্তেমাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান! কারো উদ্দেশে যেন তিনি বলছেন ‘খামোশ’!
এমন আবহই ফুটে উঠেছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘বরবাদ’-এর মোশন পোস্টারে!
‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশীরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তবে ‘বরবাদ’ সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এ জন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এ কারণে ‘বরবাদ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে!
এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয়। তিনি জানান, প্রথম ছবি হওয়ায় তার উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না। তিনি বলেন, আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি, এজন্য শুটিংয়ের শুরু থেকে টুঁ শব্দ করিনি। বরবাদ-এর জন্য নেপথ্যে একটি বেস্ট টিম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে সবাই হ্যাপি।
রিয়েল এনার্জি প্রডাকশনের প্রযোজনায় ‘বরবাদ’ হতে যাচ্ছে ভায়োলেন্স অ্যাকশন ধাঁচের ছবি। শাকিব খান ছাড়াও এতে অভিনয় আছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ দুই বাংলার নামী শিল্পীরা।
জানা যায়, ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজ ছবি ‘বরবাদ’।
সারাবাংলা/এজেডএস