Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে যাবে, আশা শাকিবের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৫

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি আগামী রোজার ঈদকে টার্গেট করে বানানো হচ্ছে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ইতোমধ্যে ছবির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। গেল বুধবার ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে শাকিব আশাবাদ ব্যক্ত করেন, ছবিটি ১০০ কোটির ক্লাবে যাবে।

শাকিব বলেন, একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

মেহেদী হাসান হৃদয় হলেন ‘বরবাদ’ ছবির পরিচালক। পরিচালক প্রসঙ্গে শাকিব বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।

সারাবাংলা/এজেডএস

বরবাদ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর