Tuesday 18 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলির ছবিতে সালমান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

অনেক দিন ধরেই জল্পনা ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে কাজ করবেন সালমান খান। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন অ্যাটলি। ‘এ-৬’ নামের ছবিতে দেখা যাবে সালমানকে। বিশাল আয়োজনে এই ছবির ঘোষণা করা হবে বলে জানান ‘জওয়ান’ ছবির পরিচালক।

সিনেমাটি সম্পর্কে অ্যাটলি বলেন, “এই সিনেমার চিত্রনাট্য তৈরি করতে বহু সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে। চিত্রনাট্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। এখনও ছবির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগির ছবি সংক্রান্ত বড় ঘোষণা হতে চলেছে।”

বিজ্ঞাপন

ছবিতে সালমান খানের ভূমিকা নিয়ে নির্মাতা অ্যাটলি বলেন, “ছবির কাস্টিং নিয়ে আমি সকলকে বড় চমক দিতে চলেছি। আপনারা যেটা কল্পনা করছেন, সেটাই সত্যি হতে চলেছে। কিন্তু আপনারা সত্যিই অবাক হবেন। আমি কিন্তু বাড়িয়ে বলছি না। এই ছবি সত্যিই দেশকে গর্বিত করতে চলেছে। আমাদের তাই আপনাদের থেকে আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করুন। ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। খুব শিগগির সেটাও ঠিক হয়ে যাবে। সেরা ঘোষণাটা আমরা শিগগির করতে চলেছি।”

এই মুহূর্তে আসন্ন ছবি ‘বেবি জন’ নিয়ে ব্যস্ত অ্যাটলি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধওয়ান। বরুণও ‘এ৬’ নিয়ে বলেছেন, “বিরাট মাপের ছবি হতে চলেছে এটি। মানুষ কল্পনাও করতে পারছে না, কী মাপের ছবি আসতে চলেছে। আমি ছবিটির বিষয় সম্পর্কে কিছুটা শুনেছি। অবিশ্বাস্য ছবি করতে চলেছেন অ্যাটলি।

সারাবাংলা/এজেডএস

অ্যাটলি কুমার সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর