যে সকল হলে মেহজাবীনের প্রথম ছবি
২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬
এ মুহূর্তে দেশের ছোট পর্দায় শীর্ষ নায়িকা বলা হয় মেহজাবীন চৌধুরীকে। তিনি কবে সিনেমা করবেন, কবে তাকে বড় পর্দায় দেখা যাবে এ নিয়ে তার ভক্তদের অপেক্ষা দীর্ঘদিনের। তাদের সে অপেক্ষার অবসান ঘটেছে শুক্রবার (২০ ডিসেম্বর)। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ছবিটি দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
যে সকল সিনেমা হলে ছবিটি চলছে─ স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), লায়ন সিনেমাস (জিঞ্জিরা), শ্যামলী সিনেমা হল (ঢাকা), সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), আনন্দ সিনেমা হল (ঢাকা), বিজিবি সিনেমা হল (ঢাকা), মডার্ন সিনেমা হল (দিনাজপুর), বনলতা সিনেমা (ফরিদপুর), সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া) ও মম ইন সিনেমা হল (বগুড়া)।

‘প্রিয় মালতী’র একটি দৃশ্য
‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।
সারাবাংলা/এজেডএস