Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভির নাটক ‘কলংক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২০:০৮

কল্পনাপ্রবণ হৃদয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাই কল্পনাকে প্রশয় দিয়ে নয়, বাস্তবতাকে মেনে নিয়েই পথ চলা শ্রেয়। জীবন চলার পথে ভুল হতেই পারে কিন্তু নিরাশ না হয়ে ভুলগুলোকে শুধরে নিয়ে পথ চলতে হবে। জীবনের পদক্ষেপে অবিভাবকদের পরামর্শ ও মতামতকে প্রাধান্য দিতে শিখতে হবে কারণ তারা সর্বদা সন্তানের মঙ্গল কামনা করে, সুখের চিন্তা করে। সংসার জীবনে কল্পনাকে প্রশ্রয় দিলে চলবে না। জীবনে ঘাত-প্রতিঘাত আসবে তা ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

এই ঘাত-প্রতিঘাতই মানুষকে শক্ত-মজবুত করে বাঁচতে শেখায়। এমনই পটভূমিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘কলংক’।

তহুরুজ্জামান বাবুর রচনায় প্রযোজনা করেছেন সৈয়দা ফরহানা হাসান। অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আয়েশা সালমা মুক্তি, সোহান খান, সাবিহা আখতার, আরজুমান্দ বকুল, প্রীতি আহমেদ, রিনা রহমান ও জিফা। নাটকটি প্রচারিত হবে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে।

সারাবাংলা/এজেডএস

কলংক মুনমুন আহমেদ

বিজ্ঞাপন

বিটিভির নাটক ‘কলংক’
২০ ডিসেম্বর ২০২৪ ২০:০৮

যে সকল হলে মেহজাবীনের প্রথম ছবি
২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬

আরো

সম্পর্কিত খবর