Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চেই মারা গেলেন গিটারিস্ট পিকলু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩

অনেক শিল্পীরই স্বপ্ন থাকে মঞ্চে গান গাইতে গাইতে বা, বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে মৃত্যুকে আলিঙ্গন করার। কিন্তু খুব কম শিল্পীরই এ সৌভাগ্য হয়। গিস্টারিস্ট মিনহাজ আহমেদ পিকলু গিয়েছিলেন গিটার স্কুলের অনুষ্ঠানে। সেখানে গিটার তুলে নিয়ে বাজাতে বাজাতেই চেয়ারে ঢলে পড়েন তিনি। কাছেই এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

পিকলু অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট। দলটির জনপ্রিয় ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি’, ‘নির্বোধ’ গানগুলোয় বাজিয়েছেন তিনি। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (২১ ডিসেম্বর) শনিবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

পিকলুর ঘনিষ্ঠ বন্ধু সিপার আলতামুস গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর রামপুরার একটি গিটার প্রশিক্ষণ স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে নিজে থেকেই গিটার নিয়ে কিছুক্ষণ জ্যামিং করেন তিনি। তখনই হঠাৎ অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ চেয়ারে ঢলে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সিপার আরও জানান, দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন পিকলু। বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল পিকলুকে।

গত শতকের নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের পরিচিত নাম ছিল পিকলু। তিনি রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকা এবং অর্থহীনের মতো ব্যান্ডগুলোয় বাজিয়েছেন। অর্থহীনের ‘ত্রিমাত্রিক’, ‘বিবর্তন’, ‘ধ্রুব’ অ্যালবামগুলোতে লিড গিটার বাজিয়েছেন তিনি। প্রয়াত সংগীতশিল্পী নিলয় দাশের শিষ্য ছিলেন পিকলু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

মিনহাজ আহমেদ পিকলু