Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের উৎসবে ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯

ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘ওয়ানস আপন এ টাইম ইন ওয়ারী বটেশ্বর’। কানের পরে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব এটি। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বের ক নম্বর স্বল্প দৈর্ঘ্যে এই চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজীব রাফি পরিচালিত ‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ হল অদ্ভুত এবং ভয়ঙ্করের মধ্যে এক জাদু বাস্তবতাময় যাত্রা।

বিজ্ঞাপন

পুরো ছবিটি একটি ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে, এটিকে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল এবং একটি নন- হিউম্যান দৃষ্টিভঙ্গি দিয়েছে যা ফিল্মের গভীরতা এবং সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। একই সাথে এই কল্পকাহিনীটি বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলেছে। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন রাজীব রাফি। খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহ-প্রযোজক আদনান আহমেদ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি এবং নাজিম উদ্দিন।

‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি অনেকের সাথে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে রাজীব রাফির লিখা চিত্রনাট্যে অং রাখাইনের ‘দি লাস্ট পোষ্ট অফিস’ চলচ্চিত্র এই উৎসবে দেখানো হয়েছে। এই ফিল্মটি শুট করা হয়েছে আদি উয়ারী বটেশ্বর এলাকায়। যা বর্তমান সময়ে নরসিংদীতে অবস্থিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর