Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন আরশ খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩

তরুণ অভিনেতা আরশ খান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’র সদস্য হয়েছিলেন। তার সদস্যপদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছিল। এমন অবস্থায় তিনি কমিটি থেকে পদত্যাগ করেছেন। অবশ্য তিনি এর পিছনে দুটি কারণ বলেছেন গণমাধ্যমে।

রোববার (২২ ডিসেম্বর) ফেসবুকে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নিজের আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।’

বিজ্ঞাপন

পদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয়, আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া এই সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকবো একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে। যে কোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকবো।’

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে আরশ খান ছাড়াও আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আরশ খান পদত্যাগ প্যাকেজ প্রিভিউ কমিটি বিটিভি

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন আরশ খান
২২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর