Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সিনেমা হলে রাজ-বুবলীর ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

গেল বছর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিলো ‘দেয়ালের দেশ’ ছবিটি। মিশুক মনি পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও বুবলী। ছবিটি শুক্রবার (৩ জানুয়ারি) মুক্তি পাচ্ছে পাকিস্তানে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি এর মধ্যে ঘুরেছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন

সরকারি অনুদানে নির্মিত ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে মিশুক মনির। পাকিস্তানে সিনেমার মুক্তির খবর জানিয়ে নির্মাতা বলেন, ‘এটা আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশের পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে। এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

রাজ-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

দেয়ালের দেশ বুবলী শরিফুল রাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর