Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলাল ফয়েজই রোজা থেকে টাকা নিয়েছিলেন, দাবি ভাইয়ের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪২

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের খবর চাউর হওয়ার পরদিনই তার সাবেক প্রেমিক বেলাল ফয়েজ গণমাধ্যমে দাবি করেন, তিনি তার কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়। এ বিষয়ে রোজা কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন তার ছোট ভাই উৎস আহমেদ।

বুধবার সকালে ফায়েজ বেলালের সঙ্গে স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগকে ‘মিথ্যাচার’ দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তবে ফায়েজের সঙ্গে যে সম্পর্ক ছিলো, এ বিষয়েও কথা বলেন উৎস। তবে ফায়েজের ‘চিট’ করার কারণে যে রোজার সঙ্গে সম্পর্ক টিকেনি- এ নিয়েও অকপট তিনি।

এ বিষয়ে রোজা আহমেদের ছোট ভাই ফায়েজ বেলালের সঙ্গে একটি স্ক্রিনশটের ভিডিও পোস্ট করে লিখেন, ‘ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের কারণেই। আমি প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা।’

গণমাধ্যমে সাক্ষাৎকারে রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে বলে ফায়েজ যে দাবি করেছে, সেটিকে পুরোপুরি মিথ্যাচার বলে ফায়েজ বেলালের উপর পাল্টা অভিযোগ তুলেন উৎস। এ বিষয়ে উৎস লিখেন, ‘আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলাল এর সঙ্গে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপ এর পরে আপু যোগাযোগ রাখেননি কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি।’

বিজ্ঞাপন

উৎস বলেন, ‘স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন, টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে স্পষ্ট দেখতে পাবেন সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ।’

সারাবাংলা/এজেডএস

তাহসান বেলাল ফয়েজ রোজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর