Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের সঙ্গে প্রেম, মুখ খুললেন পূজা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

‘গলুই’-এর একটি দৃশ্যে পূজা চেরী ও শাকিব খান

‘গলুই’-এ অভিনয়ের সময়ে শাকিব খানের সঙ্গে পূজা চেরীর প্রেমের গুঞ্জন উঠেছিল। বিশেষ করে ২০২০ সালে করোনার সময় দুজনের আমেরিকায় অবস্থান থেকে এ গুঞ্জন অনেক বেশি ডালাপালা মেলে ছিল। গেল দু-তিন বছর সে গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছিল। তবে আবার নতুন করে সে গুঞ্জন উঠেছে সম্প্রতি।

ইদানীং শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়েছে। তবে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায়।

পূজা বলেন, “শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র—আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়! যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।”

বিজ্ঞাপন

বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে পূজা এ সময় প্রেম নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন। পূজা বলেন, “প্রেম ও কাজ একসঙ্গে সমন্বয় করা যায় না। হয় মনোযোগ দিয়ে প্রেম করতে হবে, নয়তো কাজ। যেহেতু কাজ করছি, আপাতত প্রেমকে পাশে রেখেছি। প্রেমকে বলেছি, তুমি আমার জীবনে পরে আসো, আগে কাজকর্ম করি।”

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর