এবার কপিল শর্মাকে হত্যার হুমকি
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭
বলিউডে বর্তমানে বেশ অস্থির সময় পার হচ্ছে। সালমান খানকে হত্যার হুমকি, সাইফ আলী খানকে ছুরিকাঘাতের পর এবার কপিল শর্মাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘বিষ্ণু’ নামের একজন ইমেইলে এ হুমকি দিয়েছেন।
ইমেলে লেখা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’
‘কমেডি নাইটস উইথ কপিল’ শো কপিল শর্মাকে ভারতের অন্যতম বিশিষ্ট কৌতুক অভিনেতা করে তুলেছিলো। সম্প্রতি, তিনি নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ চালু করেছেন। যেখানে আমির খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের দেখা যায়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কারণ, তার শো-টি সালমান খান স্পনসর করেছেন।এই ঘটনায় মুম্বাইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিল শর্মা ও তার দলকে নিরাপত্তা দেওয়া হবে।
আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে সেটা পাকিস্তানের। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
সারাবাংলা/এজেডএস