Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটু ভালো আছেন ফরিদা পারভীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

ফারিদা পারভীন

দুদিন ধরে হাসপাতালে ভর্তি উপমহাদেশের প্রখ্যাত লালন সঙ্গীতশিল্পী ফারিদা পারভীন। তাকে বর্তমানে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসক বলেছেন, তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতে থাকতে হবে।

গণমাধ্যমকে শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম জানান, ‘চিকিৎসক বলেছেন তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’

বিজ্ঞাপন

শিল্পী ফরিদা পারভীন শনিবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ফুসফুসেও পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। এসব জটিলতা দেখে চিকিৎসকের পরামর্শে শিল্পীকে আইসিইউ’তে ভর্তি করা হয়।

ফরিদা পারভীনের চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেছেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।

ফরিদা পারভীন যে শুধু লালনের গান গেয়েছেন তা নয়। তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমানভাবেই জনপ্রিয়।

বিজ্ঞাপন

তিনি ২০০৮ সালে ফুকুওয়াকা এশিয়ান কালচারাল পুরস্কার, ১৯৮৭ সালে একুশে পদক এবং চলচ্চিত্রের গানে সেরা কণ্ঠদানকারী হিসাবে ১৯৯৩ সালে জাতীয় পদক পেয়েছেন। সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও অনন্যা শীর্ষ দশ পুরস্কারও পেয়েছেন।

সারাবাংলা/এজেডএস

ফারিদা পারভীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর