Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফডিসি এমডিকে সরাতে আল্টিমেটাম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬

এক সপ্তাহ হয়নি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তনি। তার নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই চলচ্চিত্রের মানুষেরা এর বিরোধীতা করে আসছিলেন। এর প্রেক্ষিতে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’ তাকে সরাতে সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এফডিসির সামনে প্রতিবাদসভা থেকে এ আহ্বান জানানো হয়। মাসুমা রহমান তানিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে সকাল থেকেই এফডিসির গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা। কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য প্রতীকী ‘এফডিসি ব্লকড’ পালন করা হয়।

বিজ্ঞাপন

তনিকে সরানোর আহ্বান জানিয়ে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কারণ এটা সরকারি জায়গা। একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে। এখানে চাকরি করতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি অজ্ঞাতপরিচয় আসামি আমাদের চোখে। আমরা তাকে চিনি না, জানি না। তাহলে কেন জোর করে আমাদের ওপর আপনারা তাকে চাপিয়ে দেবেন। এমনটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।’

কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনিকার ও চিত্রনাট্যকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

এফডিসি এমডি মাসুমা রহমান তনি সরাতে আল্টিমেটাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর