Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপা কি তার বাবার ভিটার অধিকার ফিরে পাবে?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৮:০১

রূপার বাবা-মায়ের মৃত্যুর পর তার ছোট ফুপু মালা ও তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে তার আপন চাচা। সে তাদেরকে না জানিয়ে সব জমি একাই ভোগ করতে থাকে। এরমধ্যে কিছু জমি মোটা অংকের টাকার বিনিময়ে বন্ধকও দেয়। এদিকে রূপা সজল নামে গ্রামের একটি ছেলেকে ভালোবাসে। এটি তার চাচা মেনে নিতে চায় না। রূপা ও সজলের সম্পর্কের বিষয়টি গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এতে ইন্ধন দেয় তার চাচা। অন্যদিকে রূপা, মালা ও সজল মিলে পরিকল্পনা করে কীভাবে তারা বাবার ভিটার অধিকার ফিরে পাবে।

রূপা তার বাবার রেখে যাওয়া পুরনো ডায়রির লেখা থেকে অনুমান করে তাদের বাগানে মাটির নিচে লুকানো সিন্ধুকে বাড়ির পুরনো দলিল রাখা আছে। সেই সিন্ধুকে কি আসলেই ভিটার দলিল খুঁজে পাবে? সম্পত্তির অধিকার, পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমে বিরোধ- এসব নিয়েই নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘বাবার ভিটা’।

বিজ্ঞাপন

মাহফুজুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। অভিনয় করেছেন শুভাশিস ভৌমিক, সাবিহা জামান, তানজিলা হক মাইশা, রেজওয়ান পারভেজ, বিমল ব্যানার্জী, রোকাইয়া জান্নাত, হামজা আনোয়ার, ওহাব মিয়া, রাকিব ও ইউসুফ আলী খান। প্রচারিত হবে শনিবার (৮ মার্চ) রাত ৯টায়।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো