Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঁটছড়া বাঁধলেন বাপ্পা-তানিয়া


২৪ জুন ২০১৮ ১২:৫২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। অন্যদিকে তানিয়া হোসাইন ছোটপর্দার অভিনেত্রী এবং উপস্থাপক। এই দুই তারকার চার হাত মিলে গেল সম্প্রতি। বিয়ের বন্ধনে এক হলেন তারা।

শনিবার (২৩ জুন) বিকালে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের প্রক্রিয়া। আর রাতে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে হয় তাদের বিয়ে পরবর্তী অনুষ্ঠান। আত্মীয় এবং কাছের বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

এর আগে ১৬ মে বাপ্পা-তানিয়ার বাগদান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখবর জানান তারা। সেখানেই জানিয়ে দিয়েছিলেন ঈদের পরেই বিয়ে করবেন বাপ্পা-তানিয়া।

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন- দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বাপ্পার সাথে ছোট পর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনির সঙ্গে প্রায় ৮ বছরের সম্পর্কের ইতি ঘটে গত জানুয়ারি মাসে। অপরদিকে তানিয়া হোসাইনও ২০১০ সালে চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের সাথে ভালোবেসে ঘর বাঁধেন। যদিও সেই ভালোবাসার ঘর এক বছরের বেশি স্থায়ী হয়নি।

সারাবাংলা/আরএসও/পিএ

তানিয়া হোসাইন বাপ্পা মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর