Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নাটকে তৌসিফের নতুন তিন নায়িকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৭:০৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব একই নাটকে তিন তরুণীর বিপরীতে অভিনয় করলেন। ‘লাভ মি মোর’ নাটকে প্রথমবার তার নায়িকা হয়েছেন নিদ্রা দে নেহা, শরীফ ফারজানা বুশরা ও তাবাসসুম ছোঁয়া। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ঈদ উপলক্ষে তৈরি হয়েছে এটি।

গল্পে দেখা যাবে– রিধি (নিদ্রা), ফাইজা (বুশরা), মেধা (ছোঁয়া) তিন তরুণী উচ্চবিত্ত পরিবারের সন্তান। তারা একে অপরের ভালো বন্ধু। তিন জন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুদর্শন ও মার্জিত রাদিফের (তৌসিফ) প্রেমে পড়ে তিন তরুণী। নিজের ব্যবসা শুরু করতে রাদিফের স্বপ্নপূরণে তাকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় তিন তরুণী। কিন্তু রাদিফের জীবন ও উদ্দেশ্যগুলো তাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল হয়ে ওঠে। এ কারণে তাদের বন্ধুত্ব ও বিশ্বাস পরীক্ষায় পড়ে।

বিজ্ঞাপন

তিন নতুন নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘নিদ্রা, বুশরা ও ছোঁয়া তিনজনই মেধাবী। তারা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথমবার তাদের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনজনই হাসিখুশি আর আন্তরিক। পরিচালক বাপ্পি আমাদের সবার উপস্থিতি গুরুত্বপূর্ণ এমন একটা গল্প ভেবেছে। দর্শকরা নাটকটি উপভোগ করবেন আশা করি।’

‘লাভ মি মোর’ লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি জানান, ২০২৩ সালে বড়দিন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘লাভ মি টু’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘লাভ মি মোর’। আগের নাটকে প্রধান নায়ক ছিলেন তৌসিফ মাহবুব। এবারও তিনিই কেন্দ্রীয় চরিত্রে।

বাপ্পি বলেন, “দর্শকদের বিনোদন দিতে ‘লাভ মি মোর’ নাটকটি বানিয়েছি। এর মূল বিষয়বস্তু হলো কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। নাটকটি দেখলে দর্শকরা একটু সচেতন হলেও আমাদের পরিশ্রম সার্থক হবে।”

বিজ্ঞাপন

‘লাভ মি মোর’ নাটকে আরো অভিনয় করেছেন মিজু ইনজাম, মেহেদি হাসান তরু, শাহরিয়ার হাসান মেহেদী। ঢাকার তেজগাঁও, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ৩০০ ফিট, বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরায় এর শুটিং হয়েছে। চিত্রগ্রহণ করেছেন ভাস্কর জনি।

ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘লাভ মি মোর’।

সারাবাংলা/এজেডএস

ছোঁয়া তৌসিফ মাহবুব নিদ্রা বুশরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর