Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাইরে ‘বরবাদ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। শাকিব খান অভিনীত ছবিটি এবারের ঈদে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর। দর্শক চাহিদায় থাকা ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের বাইরে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী।

তিনি বলেছেন, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে।

বিজ্ঞাপন

এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।

১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো- এ তিন শহরে সিনেমাটি চলবে। ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল।

প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার। সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।

সারাবাংলা/এজেডএস

দেশের বাইরে বরবাদ শাকিব খান

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর