Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোনাকির ‘নিঠুর বন্ধু’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৭:১৩

জোনাকি

কক্সবাজারের মেয়ে নাজনীন সুলতানা জোনাকি। সেখানে থেকেই করে যাচ্ছেন নিয়মিত সংগীত চর্চা। সমুদ্রতীরের মানুষের কাছে জোনাকির নামটিও বেশ পরিচিত। সেখানকার বিভিন্ন স্টেজ-শোতে প্রায়ই শোনা যায় তার কণ্ঠ। পাশাপাশি সময়-সুযোগ বুঝে মৌলিক গানও প্রকাশ করে থাকেন।

বাংলা নববর্ষের প্রথম দিনে জোনাকি তার ভক্তদের উপহার দিয়েছেন নতুন গান। যার শিরোনাম ‘নিঠুর বন্ধু’। গানটির কথা লিখেছেন আমান্স শিপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন সোহাগ এসবি।

গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে সাগরপাড়ের মনোরম লোকেশনে। এতে গায়িকার ভূমিকায় হাজির হয়েছেন জোনাকি নিজেই। ভিডিও নির্মাণ করেছেন শাহাদাত আলম।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে জোনাকি বলেন, ‘আমি মূলত ফোক গান করতেই বেশি পছন্দ করি। এই গানটিও ফোক। গানে গানে মনের মানুষকে ভালোবাসার কথা জানানো হয়েছে। আমি চেষ্টা করেছি হৃদয় দিয়ে গানটি। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’

‘নিঠুর বন্ধু’ প্রকাশিত হয়েছে ইউটিউবে জোনাকির নিজের চ্যানেলে ‘জোনাকি’ থেকে।

উল্লেখ্য, গায়িকা নাজনীন সুলতানা জোনাকির প্রথম মৌলিক গান ‘বসন্তকাল’ প্রকাশ পায় ২০১৯ সালে। এরপর আরও পাঁচটি গান প্রকাশ করেছেন। স্বামী রবি উল্লাহ বাদলের উৎসাহ এবং অনুপ্রেরণা জোনাকির এগিয়ে চলার শক্তি।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর