Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলছে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৯:১৯

একের পর এক তুর্কি সিরিজ বাংলায় ডাবিং ভার্সন চলছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। সে ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশন নিয়ে এলো তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা, রাত ১২টা ও সকাল ১১টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। এ ছাড়া সপ্তাহের সব পর্ব একসাথে বিরতিহীনভাবে প্রচারিত হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টায়। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’।

আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিলো তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে।

বিজ্ঞাপন

সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই- বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা। পুরো গল্পজুড়ে চার ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্খা নিয়ে এগিয়ে যায় তারা।

সারাবাংলা/এজেডএস

তুর্কি সিরিজ বড়ো ভাই