Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশেদ-অহনার ‘ভাঙ্গা সংসার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:২৭

এ সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অহনা ও রাশেদ সীমান্ত। তারা জুটি বেঁধে একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিচ্ছেন। তেমনি একটি নাটক ‘ভাঙ্গা সংসার’।

নাটকটি নিবেদন করেছে এজি পাম্প। ‍জান্নাতার ফেরদৌস মিলার রচনায় এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। নাটকটি বুধবার (২৩ এপ্রিল) বিকালে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে উন্মক্ত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। এ নিয়ে তাকে নানাভাবে সংগ্রাম করতে হয়।

জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’

অহনা বলেন, ‘এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

নাটকে অহনা-রাশেদ ছাড়াও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূইয়া, তুহিন খান, সেজতি খন্দকার।

চিত্রগ্রহণ করেছেন মো. সুজন, সম্পাদনা ও রংবিন্যাস করেছেন শামীম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

সারাবাংলা/এজেডএস

অহনা রহমান ভাঙ্গা সংসার রাশেদ সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর