রোমের পর ভেনিসেও হাউজফুল ‘বরবাদ’
২৩ এপ্রিল ২০২৫ ১৮:০৪
ইতালির রোম শহরে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তির পর দর্শকদের রীতিমত জনস্রোত দেখা যায়! একই দৃশ্য দেখা গেল দেশটির ভেনিসেও! উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় সেখানকার পরিবেশক ধামাকা বাংলা মুভিজ ইতালির পক্ষে বন্ধু মহল।
মঙ্গলবার রাতে ভেনিসের আইএমজি কান্দিনি থিয়েটারে প্রদর্শিত হয় ‘বরবাদ’। সেখানে দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ।
আয়োজক বন্ধু মহলের মুরাদ হাসান ভেনিস থেকে বলেন, টিকিট ছাড়ার ২৪ ঘণ্টায় হাউজফুল হয়ে যায়। প্রচুর মানুষ এসেছে। সবাই আমাকে ধরেছে টিকিটের জন্য। কিন্তু আগেই তো হাউজফুল হয়ে যায়, এজন্য সবাইকে টিকিট দেয়া সম্ভব হয়নি।
মুরাদ হাসান বলেন, প্রিয়তমার সময় অনেক দর্শক সিট না পেয়ে ফ্লোরে বসে দেখেছিল। এবারও প্রায় একই অবস্থা! কিন্তু এখানে এগুলো করা যায় না। আসলে দেশে বরবাদ উন্মাদনায় প্রবাসীরাও দেখতে আগ্রহী হয়েছে। মিলানেও দেখতে চায়। সব ঠিক থাকলে ওখানেও চালাবো।
এদিকে, ইতালি ছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডাতে চলছে ‘বরবাদ’। সেখানকার দর্শকরাও শাকিবের এই ছবিটি দেখে মুগ্ধ হচ্ছেন। দর্শক চাপে শো বাড়ানো হচ্ছে। চলতি এপ্রিলে ‘বরবাদ’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি যেতে যাচ্ছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত প্রমুখ।
সারাবাংলা/এজেডএস