Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ আর রহমান ও তার প্রযোজনা সংস্থাকে জরিমানা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৭:৫৫

অস্কার বিজয়ী উপমহাদেশের প্রখ্যাত সুরকার এ আর রহমান জরিমানার কবলে পড়লেন। কপিরাইট লঙ্ঘনের দায়ে এ বিখ্যাত মানুষটিকে ২ কোটি রুপি জরিমানা গুণতে হচ্ছে। তাকে এবং তার প্রযোজনা সংস্থাকে এ জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোট।

২০২৩ সালে মুক্তি পাওয়া মণিরত্নমের সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে মামলার সূত্রপাত। এ আর রাহমানের সুর করা গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

ভারতীয় ধ্রুপদী কণ্ঠশিল্পী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফাইয়াজ ওয়াসিফউদ্দিন ডাগর ২০২৩ সালে মামলাটি দায়ের করেন।

ডাগর তখন অভিযোগ করেছিলেন যে, ‘বীরা রাজা বীরা’ তার বাবা নাসির ফৈয়াজউদ্দিন ডাগর এবং কাকা জহিরউদ্দিন ডাগরের রচনা ‘শিবা স্তুতি’র সুর থেকে নেওয়া।

তিনি গানটির ব্যবহার বন্ধ করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। সেইসাথে ক্ষতিপূরণ দাবি করেন।

মামলার বিচারপতি প্রতিভা এম সিং পর্যবেক্ষণ করে মত দেন যে, ‘শিবা স্তুতি’ কেবল ‘বীর রাজা বীর’-কে অনুপ্রাণিত করেনি, বরং ছোটখাটো পরিবর্তন সত্ত্বেও এর সাথে ‘অভিন্ন’ ছিল।

তবে এ আর রাহমান এই অভিযোগ মানতে নারাজ। তিনি যুক্তি দেন যে, ‘শিবা স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের ধ্রুপদ ধারার মধ্যে অন্যতম যা জনসাধারণের কাছে একটি ঐতিহ্যবাহী রচনা। অন্যদিকে, ‘বীরা রাজা বীরা’ একটি মৌলিক কাজ। যেখানে ২২৭টি স্বতন্ত্র স্তরসহ পশ্চিমা সঙ্গীত উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর