Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে জীবন নিয়ে পরামর্শ দিলেন বাবা আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫ ১৯:২৩

পেশাগত কারণে তো বটেই, ব্যক্তিগত জীবনের জন্যও বারবার চর্চায় থাকেন আমির খান। দিনকয়েক আগেই নতুন করে প্রেমে পড়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেতা। তার পর থেকে ভক্তদের মনে একটাই প্রশ্ন, তবে কি ফের বিয়ে করবেন অভিনেতা? তবে এ বার চর্চা খানিক অন্য বিষয় নিয়ে। বাবার কর্মজগতে পা রাখেননি কন্যা। নিজের মতো করেই কেরিয়ার তৈরি করতে চেয়েছেন বরাবর। আর সেখানেই বিপত্তি। আমির-কন্যা ইরার এখন ভীষণই যন্ত্রণায় দিন কাটছে। হঠাৎ কী এমন হয়েছে তাঁর? ইরার নাকি ভীষণই আফসোস যে তিনি সে ভাবে অর্থ উপার্জন করছেন না। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ২৭ বছর বয়সেও তিনি ‘বেকার’। তবে মেয়ের মন খারাপের খবর পেয়ে চুপ থাকেননি বাবা। কী পরামর্শ দিলেন ইরাকে?

বিজ্ঞাপন

‘পিঙ্কভিলা’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরা বলেন, ‘আমার বাবা আমার জন্য অনেক টাকা খরচ করেছেন। আমার বয়স এখন ২৭ বছর। আমিই হয়তো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ, এখনও তেমন কিছু করি না।’ মেয়ের মুখে এই কথা শুনে কী বললেন আমির।

মেয়েকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘কিছু মানুষ অন্যদের সাহায্য করে এবং বিনিময়ে টাকা নেয়। যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের উপকার করছো, ততক্ষণ বেকার নও। বিনিময়ে টাকা নেওয়া বা না নেওয়া একেবারেই আলাদা বিষয়। তাদের কাজে লাগবে এটাই যথেষ্ট। তুমি এত মানুষকে সাহায্য করো, বাবা হিসেবে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তুমি টাকা রোজগার করছো কি না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি তোমার কাজ ভালো ভাবে করছো, এটা গুরুত্বপূর্ণ।’

ইরাকে জীবনের আসল উদ্দেশ্য বুঝতে এবং মানুষের উপকারের পরামর্শ দেন আমির। প্রসঙ্গত, ইরা একটি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সংস্থার সিইও। তাই আমির তাকে বলেন, চাকরির মাধ্যমে অর্থ উপার্জনের পরিবর্তে ইরা যেন তাঁর কাজের প্রতি মনোসংযোগ করেন।

সারাবাংলা/এজেডএস

আমির খান ইরা