আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলায় ‘মুক্ত সুরের ছন্দ’
২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৬
আন্তর্জাতিক নৃত্য দিবস নৃত্যের একটি বৈশ্বিক উদযাপন। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকদের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করার জন্য। নৃত্যে অংশগ্রহণ এবং নৃত্য শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে ২৯ এপ্রিল সারা বিশ্বে দিবসটি উৎসবমুখরভাবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে ২৯ ও ৩০ এপ্রিল (মঙ্গল ও বুধবার) জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’।
২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালার সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন-এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এছাড়াও বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দের বক্তব্যের পর নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা। এরপর থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুই দিনব্যাপী মূল আয়োজনে বিভিন্ন পরিবেশনায় থাকবেন- ভঙ্গিমা ডান্স থিয়েটার, তপস্যা, অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, ভাবনা নৃত্যদল, রেওয়াজ পারফর্মাস স্কুল, কাথ্যাকিয়া-দা সেন্টার অফ আর্টস, নৃত্যসুর, নাইম খান ডান্স কোম্পানী, দীক্ষা, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, আটিস্ট্রি, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, কালারস অব হিল, বন্যা ললিতকলা একাডেমি, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নন্দন কলাকেন্দ্র, নৃত্যভূমি, ঘুঙ্গুর নৃত্যালাপ এবং শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ।
এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত।
সারাবাংলা/এফএন/এএসজি
আন্তর্জাতিক নৃত্য দিবস বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুক্ত সুরের ছন্দ