Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বার আ. লীগের এমপি হতে চেয়েছিলেন সিদ্দিক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:২১

অভিনেতা সিদ্দিক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে মারধর করে কিছু ব্যক্তি থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। তাকে মারধর করে জামা ছিড়ে ফেলার ভিডিও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। মারধরকারীরা তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিচ্ছিল। তাকে এ মুহূর্তে রাজধানীর রমনা থানায় রাখা হয়েছে।

এ অভিনেতা দুই দুবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত একবারও তার ভাগ্যে মনোনয়ন জুটেনি।

বিজ্ঞাপন

২০২৩ এর জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন সিদ্দিক। তাকে সেবার মনোনয়ন দেওয়া হয়নি। এরপর ২০২৪ এর নির্বাচনে তিনি আর দুটি আসন থেকে মনোনয়ন চান। এগুলো ছিল ঢাকা-১৭, সংসদীয় আসন ১৯০ (গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন-১৩০। এবারও তার কপালে মনোনয়ন জুটেনি।

অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। এক যুগের বেশি সময় ধরে তিনি পরিকল্পনা করছেন নির্বাচন করবেন। সিদ্দিক এর আগে গণমাধ্যমে বলেন, ‘এলাকার মানুষ আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করেন। একটা সময় বুঝতে পারি সবাই আমাকে নেতা হিসেবেও দেখতে চান। দীর্ঘ সময় আমি এলাকার মানুষের জন্য কাজ করছি। আমি আরও বড় পরিসরে কাজ করতে চাই।’

সিদ্দিক ১৯৯৯ সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী। মঞ্চে ‘রাজারগল্প’, ‘পেজগি’, ‘বলদ’সহ বেশ কিছু কাজ করেছেন। পরে তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০০৫ সালে দীপংকর দীপনের ‘রৌদ্র ও রোদেলার কাব্য’ নাটকের ‘কাউসা সিদ্দিক’ চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান।

বিজ্ঞাপন

পরে ‘কবি বলেছেন’ নাটকে অভিনয় করে অনেকের চোখে পড়েন। পরে ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনির ‘হাউসফুল’ নাটকে ‘সিদ্দিক’ নামে অভিনয় করে প্রশংসিত হন। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’ তাকে আরও পরিচিতি এনে দেয়। এরপর আর তােকে পেছনে তাকাতে হয়নি।

সারাবাংলা/এজেডএস

আওয়ামী লীগ মনোনয়ন সিদ্দিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর