Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা নতুন বছরে ‘জ্ঞানসঙ্গী সৃজন উৎসব-২০২৫’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৫৬

বাংলা নতুন বছর উপলক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘জ্ঞানসঙ্গী সৃজন উৎসব-২০২৫’। ২৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে জ্ঞানসঙ্গী সাহিত্য সংগঠনের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী জাহান বশীর এবং সভাপতিত্ব করেছেন বর্ষিয়ান কবি ইমরোজ সোহেল। উৎসবের বিভিন্ন পর্যায়ে ছিলো ভিন্ন ভিন্ন আয়োজন। পাঠ উন্মোচন করা হয় জ্ঞানসঙ্গী প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থ ‘আবৃত্তির সমকালীন কবিতা’ শীর্ষক সংকলনের। সংকলনটি সম্পাদনা করেছেন বিধান চন্দ্র রায়। কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও অতিথিদের কথামালায় প্রাণময় ছিলো গোটা আয়োজন ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের একটি অংশ ছিলো ‘জ্ঞানসঙ্গী শিল্প-সাহিত্য পুরস্কার ২০২৫’ বিতরণী পর্ব। এ বছর (২০২৫) বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার পেয়েছেন ১৬ জন। নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বিষয়ে গবেষণায় পুরস্কার পেয়েছেন পারভেজ বাবুল। কাব্যসাহিত্যে পেয়েছেন রুহুল কুদ্দুস, মীর আবদুর রাজজাক, মুহাম্মদ আলকামা সিদ্দিকী, শামসুল বারী উৎপল, শামিমা নাইস। কথাসাহিত্যে পুষ্পেন রায় ও দেওয়ান মাসুদ রহমান। গল্পসাহিত্যে রেনু আহমেদ। আবৃত্তিশিল্পে বিধান চন্দ্র রায়, কানিজ আফরোজ রীনা এবং শিশিত কুমার বিশ্বাস। চারুকলায় রফি হক। সেরা সংগঠক- বিধুরা ধর ও নিলয় বিশ্বাস। সমাজকর্মে মাসুদ মাহাতাব।

অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, চিত্রশিল্পী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এএসজি

জ্ঞানসঙ্গী সৃজন উৎসব-২০২৫

বিজ্ঞাপন

চট্টগ্রামে মিরাজময় একটা দিন
৩০ এপ্রিল ২০২৫ ১৯:০২

চিন্ময় দাসের জামিন স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর