Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাল গ্যাদতের জয়!


২২ ডিসেম্বর ২০১৭ ১৮:১৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৮:১৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ওয়ান্ডার ওম্যান ছবির সুপার হিরোইন গ্যাল গ্যাদত। সিনেমা মুক্তির পর থেকেই সম্মানিত হচ্ছেন তিনি। ছবিটি যেমন হয়েছে ব্যবসা সফল, ক্যারিয়ারেও সফলতা পেয়েছেন ইসরায়েলি এই সুন্দরী।

২০১৭ সালের ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে পুরস্কৃত হচ্ছেন তিনি। এই অভিনেত্রী সম্মানিত হবেন সি-হার অ্যাওয়ার্ডে। পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, ’১৮ জানুয়ারি হবে অনুষ্ঠান। সেখানে গ্যাল গ্যাদতের সঙ্গে ওয়ান্ডার ওম্যান সিনেমার পরিচালক প্যাটি জেনকিনসকেও পুরস্কৃত করবো আমরা।’

নারী চরিত্রকে যারা পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তোলে এবং এন্টারটেইনমেন্ট মিডিয়ায় যারা নারী চরিত্রের ছক বদলে দেয়, তাদেরকে দেয়া হয় এই সি-হার পুরস্কার।

অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অ্যাডভারটাইসজার্স এই পুরস্কার দিয়ে আসছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘গ্যাল গ্যাদতকে সম্মানিত করতে পেরে আমরা অনেক খুশি। ওয়ান্ডার ওম্যান-এর মতো ব্যবসা সফল ছবি সে উপহার দিয়েছে, এটাই শুধু কারণ নয়। এই সফলতাকে কাজে লাগিয়ে গ্যাল ইসরাইলে তার নিজ ফিল্ম ইন্ডাস্ট্রিকে উন্নত করেছে। এমনকি বিভিন্ন দেশে নারী-পুরুষ বৈষম্যের বিরুদ্ধে কাজ করেছে।’

সারাবাংলা/পিএ/কেবিএন

গ্যাল গ্যাদত