Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোয় ভাসার দিন


১৫ অক্টোবর ২০১৮ ০৯:২৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।। 
ঢাকা: আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন সূর্যটা যে ইদানিং একটু হেলে পড়েছে? এখন সে আর অনেক সময় ধরে আকাশে থাকে না, পুব দিক থেকে একটু হেলে সূর্য খুব আদুরে একটা ভাব নিয়ে সকালে ওঠে আর ঝলমলে আলোয় মনটা ভরিয়ে দেয়।
পৃথিবীর বার্ষিক গতির পথে সূর্য যখন এমন হেলে পড়ে তখনই তো শীত ঋতু আসে। আমরা এখন সেই শীতের দিকে এগুচ্ছি। বছরের এ সময়টা দারুণ আরামের। এখন সূর্য ক্লান্ত করে না, অনুপ্রেরণা দেয়, শক্তি দেয়, সাহস দেয়।
আজকেও আকাশে ছেঁড়া পালের মতো কিছু মেঘ ভেসে বেড়াবে। এগুলো হয় অল্টোকিউমুলাস নয়তো সিরওকিউমুলাস মেঘ। আকাশের সাড়ে ছয় হাজার থেকে বিশ হাজার ফুটের মধ্যে বা তারও উপরে থাকে। ওরা না বৃষ্টি নামাবে, না ছায়া দিবে, শুধু নিজেদের অস্তিত্বই জানান দিয়ে যাবে।
মেঘ যেহেতু ছায়া দিচ্ছে না বলাই বাহুল্য আজকে সূর্যের অতিবেগুনী রশ্মি খুব এক হাত দেখে নিবে। সানস্ক্রিন ক্রিম মেখে বের হওয়া ভালো না হয়,  দিন খারাপ যাক না যাক, মুখ কালো হবেই হবে। আর ত্বকের ক্যান্সারের ঝুঁকিও তো বাড়ছে তাই না? তাহলে সানস্ক্রিন মেখেই বের হবেন কেমন?
আজকে সকালের দিকে বাতাসের আর্দ্রতা অনেকটা বেশি থাকবে। তবে দিন বাড়তে বাড়তে আর্দ্রতাও কমে আসবে, তখন তক টানটান লাগবে।
বছরের সবচেয়ে সুন্দর সময়টায় দারুণ কাটুক আপনার দিনটি। সূর্যে আলো জাগিয়ে তুলুক জীবনের সব সম্ভাবনাকে।
সারাবাংলা/এমএ/একে

বিজ্ঞাপন

আবহাওয়া আলোয় ভরা দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর