বজ্রবৃষ্টির সম্ভাবনার দিন
৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঢাকা: আকাশে মেঘের সম্ভাবনার কথা বলা হচ্ছে ক’দিন ধরেই। বলতে বলতে মেঘ চলে এসেছে কিন্তু। আকাশ ক্ষণে ক্ষণে মেঘলা হচ্ছে, তবে সূর্যও বেশ তেজে আছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই মেঘলা মেঘলা আকাশ ক’দিন থাকবে। এমনকি কিছু জায়গায় অল্প-স্বল্প বৃষ্টিও হতে পারে, কোথাও তো বজ্রবৃষ্টিও হতে পারে। তাই যদি হয়, তবে কিছুটা আর্দ্রতা পাওয়ার সম্ভাবনা থকতে পারে। তবে এর আগ পর্যন্ত শুষ্ক-রুক্ষ দিনই কাটাতে হবে, কিছু করার নেই।
এমনিতে গরম বাড়ছে। দিন রাত— দুই বেলাতেই গরম লাগবে। তো গরমের যুগে স্বাগতম। তবে নতুন গরমে গর্মি সর্দি বাধিয়ে বসবেন না যেন!
আনন্দে কাটুক ছুটির দিনটি।
সারাবাংলা/এমএ/টিআর