২২ ডিসেম্বর, পৃথিবীর দীর্ঘতম রাত। এর অপর নাম শীতকালীন অয়নকাল বা উইন্টার সোলসটিস। সহজ ভাষায় বললে, আজই হয় বিশ্বের দীর্ঘতম রাত আর সবচেয়ে ছোট দিন। কিন্তু এমন কেন হয়? পেছনের গল্পটাই বা কি? আধুনিক বিজ্ঞানের ভাষায়, পৃথিবী সোজা হয়ে ঘোরে না, একটু হেলে আছে। এই হেলে ঘোরার কারণেই বছরের একটা সময়ে সূর্য আমাদের গোলার্ধে সবচেয়ে কম সময় আলো দেয়। আজ সূর্য থাকবে দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকে, ফলে উত্তর গোলার্ধে দিন হয় ছোট, রাত হয় দীর্ঘ।
২২ ডিসেম্বর পৃথিবীর দীর্ঘতম রাত, নেপথ্যে নানা পৌরাণিক গল্প
২২ ডিসেম্বর ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৫
মহানবীর (সা.) নিদর্শন আছে যেখানে- টপকাপি প্রাসাদ
ইতিহাস-ঐতিহ্য |
২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২