Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানবীর (সা.) নিদর্শন আছে যেখানে- টপকাপি প্রাসাদ


২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫

ইস্তামবুলের টোপকাপি প্রাসাদ শুধু রাজকীয় ঐতিহ্যের স্থাপনা নয়, এটি ইতিহাস, পবিত্র নিদর্শন আর আধ্যাত্মিক অনুভূতির এক মহামিলন, যা দর্শনার্থীর হৃদয়ে গভীর ছাপ ফেলে।ইস্তাম্বুলের টোপকাপি প্রাসাদ যেন এক জীবন্ত মহাকাব্য। বাইরের চত্বরে ঘুরে দেখা শেষ হলে সামনে আসে আরেকটি বিস্ময়—পবিত্র সংগ্রহশালা ‘হিরকাই সা’দেত দারি’। অটোমান সুলতানদের হৃদয়ের সবচেয়ে কাছের অংশ এটি। এখানে সংরক্ষিত আছে নবী–রাসুলদের ব্যবহৃত সব জিনিস। এ যেন এক অমূল্য নিদর্শনের ভান্ডার। প্রাসাদের এই অংশে প্রবেশ করা মানেই সময়কে যেন ছুঁয়ে ফেলা।

সম্পর্কিত ভিডিও
বিজ্ঞাপন

আরো