Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষা আগামী ৯ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৩:০১

ঢাকা: খাদ্য অধিদফতরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদের মধ্যে প্রথম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ আগস্ট।

সোমবার (২৮ জুলাই) খাদ্য অধিদফতরের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য অধিদফতরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদফতরের ২০২৩ সালের ৩১ আগস্টের নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ৯ মার্চের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১ম ধাপে ১৪ ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট বিকেল ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পদগুলো হলো, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান। এসব পদে আবেদনকারী প্রার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদনকারী প্রার্থীরা মঙ্গলবার (২৯ জুলাই) হতে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সেসঙ্গে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে মোবাইল নম্বর ০১৭১০-৮২৯৫৬ (অফিস চলাকালীন)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/এনএল/এমপি

খাদ্য অধিদফতর নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর