Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্প মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৫ ১১:০৪

ঢাকা: বিভিন্ন গ্রেডে ১৫ পদে ২২ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন);

১.উপব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৪,২৫০-১,৩০,৫৬০ টাকা;

২. উপব্যবস্থাপক (ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৪,২৫০-১,৩০,৫৬০ টাকা;

৩. উপব্যবস্থাপক (গবেষণা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৪,২৫০-১,৩০,৫৬০ টাকা;

৪. উপব্যবস্থাপক (প্রকল্প);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৪,২৫০-১,৩০,৫৬০ টাকা;

বিজ্ঞাপন

৫. উপব্যবস্থাপক (মানবসম্পদ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৪,২৫০-১,৩০,৫৬০ টাকা;

৬. সহকারী ব্যবস্থাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪০,৩০০-৯৬,৯৮৯ টাকা;

৭. সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড অডিট);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪০,৩০০-৯৬,৯৮৯ টাকা;

৮. সহকারী ব্যবস্থাপক (ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স);
পদসংখ্যা-১টি;
বেতন স্কেল: ৪০,৩০০-৯৬,৯৮৯ টাকা;

৯. সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪০,৩০০-৯৬,৯৮৯ টাকা;

১০. সহকারী ব্যবস্থাপক (সাধারণ);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৪০,৩০০-৯৬,৯৮৯ টাকা;

১১. জুনিয়র অফিসার (অডিও ভিজ্যুয়াল);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩১,৬২০-৭৬,০৯৮ টাকা;

১২. জুনিয়র অফিসার (আইসিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩১,৬২০-৭৬,০৯৮ টাকা;

১৩. জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস অ্যান্ড অডিট);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩১,৬২০-৭৬,০৯৮ টাকা;

১৪. জুনিয়র অফিসার (লজিস্টিকস);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩১,৬২০-৭৬,০৯৮ টাকা;

১৫. জুনিয়র অফিসার (সাধারণ);
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৩১,৬২০-৭৬,০৯৮ টাকা;

প্রার্থীর বয়স: উপব্যবস্থাপক পদে ৩৫ বছর, সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসার পদে ৩২ বছর (৩১ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫০০ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর